স্থানীয় সংবাদ

সুন্দরবনে কার্গো জাহাজের সাথে সংঘর্ষে নৌকা ডুবিতে নিখোঁজ জেলের সন্ধান মেলেনী

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবনের মালবাহী কার্গো জাহাজের সাথে কাঁকড়া ধরার নৌকার মধ্যে সংঘর্ষে পানিতে ডুবে যাওয়া জেলের সন্ধান মেলেনী। গতকাল মঙ্গলবার দিন ব্যাপী ঐ জেলের সন্ধানে তল্লাশী চালায় বন বিভাগ ও নৌপুলিশের সদস্যরা। এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা টহল ফাঁড়ির ঝপঝুপিয়া নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিখোজ ঐ জেলের নাম নুরুল ইসলাম (৪৮)। সে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখসরদারপাড়া গ্রামের জব্বার শেখের পুত্র। তবে তার সাথে থাকা অপর এক সঙ্গী জাকির হোসেন সাতরিয়ে নদীর কিনারায় উঠে আসলে তাকে উদ্ধার করে বন বিভাগ। জানা গেছে, গত ২১ নভেম্বর কাশিয়াবাদ স্টেশন থেকে কাঁকড়া ধরার পারমিট নিয়ে ক্ঁকড়া ধরতে যায় । কাঁকড়া ধরা শেষে বাড়ি ফিরে আশার সময় এই দুর্ঘটনার শিকার হন তারা। বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, রাতের আধারে কর্গো জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের নৌকা ডুবে যায়। নৌকায় দুই জন জেলে থাকলেও এক জন সাতরিয়ে নদীর কিনার থেকে উদ্ধার করা হয়। অপর এক জেলে নুর ইসলাম পানিতে ডুবে নিখোঁজ হয়। সেই থেকে অভিযান চালানো হলেও নিখোঁজ জেলের সন্ধান এখনও মেলেনী। তবে কার্গো জাহাজের নাম সনাক্ত করার চেষ্টা চলছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান বলেন, নিখোঁজ জেলের সন্ধা পেতে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button