স্থানীয় সংবাদ

গ্রাহকের সাথে ওজোপাডিকো প্রকৌশলীর দুর্ব্যবহারের তীব্র নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ প্রিপেইড মিটারের বিগত সাত বছরের ডিমান্ড চার্জ, ভ্যাট ও মিটার ভাড়া বাবদ ২,১০,০০০/- বিনা নোটিশে আদায়ে বয়স্ক গ্রাহককে অফিসে ডেকে ওজোপাডিকো খুলনার শেখপাড়াস্থ বিক্রয় ও বিতরণ বিভাগ – ৪ এর উপ সহকারী প্রকৌশলী আল মামুন চৌধুরী কর্তৃক গ্রাহকের সাথে চরম দুর্ব্যবহার ও হুমকি প্রদানে গ্রাহক হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো ন্যাককার জনক ঘটনায় তীব্র ক্ষোভ, যারপরনাই নিন্দা প্রকাশসহ বিধি মোতাবেক সংশ্লিষ্ট প্রকৌশলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি, খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ আমাদের দেশের স্বল্প শিক্ষিত প্রিপেইড মিটারের সাধারণ গ্রাহকদেরকে হয়রানি বন্ধের দাবী জানিয়ে সেবা প্রদানকারি সংশ্লিষ্ট কর্মচারীদের প্রভূ সুলভ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন – সভাপতি রোটারিয়ান জি এম নাসিরুল্লাহ, সংগঠনের সিনিয়র দায়িত্বশীল মো: ইসলাম খান, রেজাউল করিম খান, শমসের আলী মিন্টু, শেখ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবীর বাবু, মোজাফফর মোল্লা, রোটারিয়ান বেগ রফিকুল ইসলাম, লিয়াকত আলী, সৈয়দ জাকারিয়া বুলবুল, আশিকুজ্জামান প্রমূখ। উল্লেখ্য হয়রানির শিকার ক্ষুদ্র শিল্প গ্রাহক কাজী নুরুল ইসলাম সংগঠনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button