স্থানীয় সংবাদ

রূপসায় ট্রাকসহ গরু চোর আটক : থানায় মামলা

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় ট্রাকসহ গরুচোর আটক। বেশ কিছুদিন ধরে রূপসার বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা ঘটেছে। রূপসার জোয়ার গ্রামের এস্কেন্দার বিশ্বাসের বাড়ি, জাবুসা, কাজদিয়ার নাসিম শেখের বাড়ি থেকে কিছুদিন আগে গরু চুরি হয়েছে। গতকাল রাতে গরু চুরি করতে গিয়ে চোরাই কাজে ব্যবহৃত ট্রাকসহ নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামবাসী। আটক নজরুল দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রামের মৃত ফরমান ফকিরের ছেলে। এছাড়া পালিয়ে যায় একই উপজেলার বারাকপুর গ্রামের ইমরান (৪০), নোয়াপাড়া গ্রামের ইমদাদ (৪০), রামপাল উপজেলার ফয়লা এলাকার সুজন (৪০), ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকার হৃদয় (২৮) ও রূপসা থানার চর-রূপসা এলাকার সেলিম (৪০) সহ অজ্ঞাত নামা ৩/৪ জন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সামন্তসেনা এলাকার মৃত কেরামত সরদার এর ছেলে সরদার মশিউর রহমান (সবুজ) (৫৫) ৫টি গরু লালন পালন করে আসছে। গত ৮ ডিসেম্বর রাতে গরুগুলোকে গোয়াল ঘরে দেখে খাবার দিয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে ৯ডিসেম্বর রাত অনুমান ৩ ঘটিকার সময় শব্দ পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরের দরজার তালা কাটা এবং পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু (একটি গাভি ও একটি এড়ে বাছুর) নাই। তখন তিনি রাস্তায় বের হয়ে দেখতে পায়, উল্লেখিত আসামীরা রূপসা থানাধীন সামন্তসেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরু দুইটি ট্রাকে উঠাচ্ছে। এ সময় সে
চিৎকার শুরু করলে আশপাশের লোকজন হাজির হয়। পরবর্তীতে টহল পুলিশ উক্ত স্থানে উপস্থিত হলে উক্ত চোরেরা গরু দুইটি রেখে দৌড়িয়ে এদিক সেদিক পালাতে থাকে। তখন স্থানীয় লোকজন ও টহল পুলিশের সহায়তায় আসামি মোঃ নজরুল ইসলামকে আটক করে। অন্যান্য আসামীরা পালিয়ে যায়। থানা পুলিশ আসামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে করলে ধৃত আসামী জানায় যে, তার সাথে থাকা উল্লেখিত পলাতক আসামী ইমরান, ইমদাদ, সুজন, হৃদয়, সেলিম গণ ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালিয়ে গিয়েছে। এ সময় চোরাই গরু বহন কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ট্রাক যাহার- ইঞ্জিন নং চঈঊত৪২৬২৮৪, চেচিস নং- ঊ ঈ ঙগ ঊঞ ১০১২ওখ উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button