যশোর শার্শার সীমান্তে ভারত যাওয়ার চেষ্টায় দুই নারী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোরের শার্শার সীমান্ত দিয়ে ভালো কাজের প্রলোভনে অবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা অবৈধভাবে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে বিজিবি জানিয়েছে। বুধবার ১১ ডিসেম্বর সকালে যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানান ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান। আটককৃতরা হচ্ছেন, নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)। মিজানুর রহমান,ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ভারতে পাচার করছিল।অবৈধ পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়।
আটকদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।