খুলনায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক ইনক্লুসিভ টক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খুলনায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক একটি ইনক্লুসিভ টক, (অন্তর্ভূক্তিমূলক কথা) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান এর সঞ্চালনায় আলোচনায় উঠে আসে সাম্প্রতিক প্রেক্ষাপটে তরুন নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে ছাত্র/যুবকদের ভূমিকা, সাম্প্রতিক প্রেক্ষাপটে এলাকায় নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে সিভিল সোসাইটির ভূমিকা ও রাজনীতিতে নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক পুরুষ নেতাদের ভূমিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক রেহানা ইসা, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, সহ-সভাপতি আব্দুর রশিদ, নাগরিক ঐক্যের মহানগর সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা এ এফ এম নাজমুস সউদ, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের তরুন নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।