স্থানীয় সংবাদ
নগরীতে মাদকসহ দু’ কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব দেয়ানা থেকে জামাল শেখ (৩৩) নামের মাদক কারবারীকে গ্রেফতার করে। সে দেয়ানা পূর্বপাড়ার বাসিন্দা লুৎফর শেখের ছেলে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। অপর দিকে খুলনা সদর থানা পুলিশ ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীপাড়া থেকে মোঃ ইব্রাহিম গাজী(৪০) নামের মাদক কারবারিকে গ্রেফতার কের। তাকে ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


