স্থানীয় সংবাদ

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের তিন দিনের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা জেলা ও নগর ইউনিট আজ থেকে তিন দিনের কর্মসূচি নিয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটি গঠনের পর এই প্রথম কর্মসূচি । কর্মসূচির মধ্যে রয়েছে, খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন সংসদের মহানগর ইউনিট কার্যালয়ে আজ থেকে আলোকসজ্জা, সকাল ৯ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাল বিজয় দিবস উপলক্ষে জাতীয় ও সংসদের পতাকা উত্তোলন, সকাল ১০ টায় শিল্পকলা একাডেমীতে খেতাব প্রাপ্ত, শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, মঙ্গলবার সকালে সংসদ কার্যালয়ে সংসদের পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও স্মৃতি চারণ। জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। তিনি এ অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করবেন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সংসদের জেলা ও নগর ইউনিট গতকাল সকালে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। এসময় নগর ইউনিটের আহবায়ক,সাবেক মেয়র মো: মনিরুজ্জামান মনি, জেলা ইউনিটের আহবায়ক মো: আবু জাফর, আ ব ম নরুল আলম, রফিক উদ্দিন বাবলু, মুস্তাফিজুর রহমান নবাব, মো: আবদুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button