বিজেএমসির চেয়ারম্যানের খুলনা ও যশোর অঞ্চলের মিল সমূহ পরিদর্শন

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কবিদ উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, খুলনা ও যশোর অঞ্চলের মিল সমূহ পরিদর্শন করেন। তিনি শনিবার সকালে প্রথমে স্টার জুট মিল পরিদর্শন করেন। ধারাবাহিকভাবে তিনি অন্যান্য মিল পরিদর্শন শেষে প্লাটিনাম জুট মিলে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় খুলনাঞ্চলের সাতটি পাটকলের অঞ্চলিক সমন্বয়কারী ও প্রকল্প প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্টার জুট মিলের শ্রমিক নেতা গাজী মাসুম বলেন, সকালে তিনি স্টার মিল পরিদর্শনে আসেন। তিনি শুধু কুশলাদি বিনিময় করেছেন। কোন শ্রমিকদের সাথে কথা বলেননি। তবে খুলনায় স্টার ও ক্রিসেন্ট জুট মিল পরীক্ষামূলকভাবে চালু হবে-এমন খবর তার কাছে আছে। তারই অংশ হিসেবে তিনি খুলনাঞ্চলের জুট মিলগুলো পরিদর্শন করে অবস্থা নিজ চোখে দেখে যান। তিনি দুপুরে প্লাটিনাম মিল জুট মিলে বিভিন্ন মিলের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা কর্মকর্তারা বলতে নারাজ। উল্লেখ্য, গত ২০২০ সালের ২ জুলাই দেশের সব কয়টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়।



