মণিরামপুরের পলাশী গ্রামে সরকারি রাস্তার জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণের অভিযোগ

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী গ্রামে সরকারি রাস্তার জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করে বসবাস করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ দখলকারী ইমরান,কামরান ও আরমান (পিতা-মৃত আব্দুল জলিল) প্রভাবশালী হওয়ায় কুটকৌশল খাটিয়ে নিজ মাতা ভানু বেগমকে ভূমিহীন সাজায়ে রাস্তার জমি বন্দোবস্ত নিয়ে পাকা বহুতল বিল্ডিং নির্মাণ করছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে পলাশী গ্রামের মৃত আমজাদ মোড়লের পুত্র মোঃ আবু মুছা গত ০৩/১০/২০২৩ ইং তারিখে জেলা প্রশাসক, যশোর বরাবর সরকারি রাস্তার উপর বহুতল ভবন নির্মাণ বন্ধ করার জন্য আবেদন করেন। কিন্তু কোন প্রতিকার না পেয়ে গত ১১/১২/২০২৪ইং তারিখে সহকারী কমিশনার(ভূমি),মণিরামপুর,যশোর বরাবর সরকারি রাস্তার উপর বহুতল ভবন নির্মাণ বন্ধ করার জন্য এলাকাবাসীর পক্ষে একই ব্যক্তি মোঃ আবু মুছা আর একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি দাবী করেছেন, মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়নের ৫ নংং পলাশী মৌজায় আরএস – ৫০ নং দাগ যাহা খাস জমি হিসেবে অন্তভুক্ত। উক্ত আরএস – ৫০ নং দাগের জমি পলাশী গ্রামের ভানু বেগম ,স্বামী- মৃতঃ আব্দুল জলিল ভোগদখল করিয়া আসিতেছে। ভানু বেগম কোন দিন ভূমিহীন ছিলো না। তার স্বামী মারা যাওয়ার পর ওয়ারেশ সুত্রে বেশ সম্পদের মালিক হয়েছে। তাছাড়া তার সন্তান ইমরান, কামরান ও আরমান এলাকায় বেশ প্রভাবশালী হওয়ায় প্রভাবখাটিয়ে উক্ত রাস্তার খাস জমি অবৈধভাবে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছে। অবৈধভাবে রাস্তার জমি বন্দোবস্ত নিয়ে সেখানে রাস্তার সমুদয় জমি দখলের পায়তারা চালাচ্ছে এবং বহুতল ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। ফলে গ্রামের প্রবেশ পথের রাস্তাটি ছোট হয়ে গ্রামবাসীর চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। এছাড়াও রাস্তার খাসজমি সমুদয় দখলে নেওয়ায় গ্রামের পানি নিষ্কাশনের কালবার্ট বন্দ করে দেওয়ায় গ্রামের পাড়া মহল্্যায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দীন জানান, শুনেছি ভানু বেগম রাস্তার ১১ শতক খাস জমির মধ্যে ৫ শতক জমি বন্দোবস্ত নিয়েছে। কিন্তু তার ছেলেরা সমুদয় ভোগদখলে নেওয়ায় স্থানীয় জনগন প্রতিবাদ করছে। এ নিয়ে সম্প্রতি স্থানীয়দের সাথে ভানু বেগমের সন্তানদের বেশ দ্বন্দ্ব হয়। ভানু বেগমের ছেলে কামরান প্রতিবেশী আবু মুছাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। গ্রামবাসীর দাবী রাস্তার খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে গ্রামের প্রবেশ পথ রাস্তাকে প্রশস্ত করে স্বাভাবিক চলাচলের পরিবেশ সৃষ্টি করা। এ বিষয়ে ভানু বেগমের ছেলে কামরান জানান, আমরা সরকারের কাছ থেকে বৈধভাবে বন্দোবস্ত নিয়ে বিল্ডিং নির্মাণ করে বসবাস করছি। এলাকার কিছু মানুষ অহেতুক ঝামেলা বাধাচ্ছে। ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দীন জানান, জায়গাটি যেহেতু সরকারের তাই সরকারি কর্মকর্তারা এর বিহিত করবেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নিয়াজ মাখদুম জানান, আবেদনপত্রটি হাতে পেলে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ^স্ত করেন।