স্থানীয় সংবাদ

যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে খুবির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত

খবর বিজ্ঞপ্তি ঃ যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস-এ অবস্থিত এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার(১৫ ডিসেম্বর) বিকেলে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সভাকক্ষে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির পক্ষে বিজনেস এন্ড টেকনোলজি স্কুলের অ্যাসোসিয়েট ডিন ড. উইলিয়াম ফিলিপস্ এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয়। এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় একটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এখানে সাবজেক্টগুলোতে রয়েছে বৈচিত্র্য। বিশেষ করে প্রকৌশল বিজ্ঞান, জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, চারুকলাসহ নানা ধরনের সাবজেক্ট থাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে শিক্ষা ও গবেষণার সুযোগ বেশি। এ বিশ্ববিদ্যালয়ের কৃতী অ্যালামনাইরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সফলতার সাথে কাজ করছেন। এই এমওইউ স্বাক্ষরের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উপকৃত হবে। পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনাসহ পারস্পরিক সম্পর্কোন্নয়ন হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। তিনি এই এমওইউ স্বাক্ষরের জন্য এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটিকে আন্তরিক ধন্যবাদ জানান। এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির বিজনেস এন্ড টেকনোলজি স্কুলের অ্যাসোসিয়েট ডিন ড. উইলিয়াম ফিলিপস্ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ অত্যন্ত চমৎকার। এখানকার অ্যালামনাইদের সুনাম ইউরোপ-আমেরিকাতে ছড়িয়ে আছে। বিদেশি শিক্ষার্থীদের জন্যও এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। আমি মনে করি, স্বাক্ষরিত এই এমওইউর উদ্দেশ্য ছাড়াও ভবিষ্যতে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও বেশি কাজের সুযোগ সৃষ্টি হবে। এসময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট আগত অতিথিদের উপহার দেন। অতিথিরাও উপাচার্যকে স্মারক উপহার প্রদান করেন।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এর সঞ্চালনায় এ সময় আরও বক্তৃতা করেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম এবং এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির বিজনেস এন্ড টেকনোলজি স্কুলের ইনফরমেশন সিস্টেমস এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুর রহমান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত এমওইউতে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের বিভিন্ন গবেষণা এবং পেশাগত উন্নয়নমূলক কার্যকলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো, পারস্পরিক বিনিময় এবং স্টুডেন্ট পরিদর্শন প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা, গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম, সম্মেলন, সংক্ষিপ্ত কোর্স ও সভা আয়োজন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্লেষণ এবং অধিকতর জ্ঞানার্জনের জন্য যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করা এবং দুটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার উন্নয়ন সম্পর্কিত তথ্য বিনিময়ে গুরুত্বারোপ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button