খুলনায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে আ. লীগ নেতার মৃত্যু!

স্টাফ রিপোর্টারঃ খুলনায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে হেমেশ চন্দ্র মন্ডল নামের স্থানীয় এক আওয়ামী নেতার মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে জেলার পাইকগাছা পৌরসভার বাতিখালি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হেমেশ চন্দ্র মন্ডল পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ছিলেন। অভিযানের খবরে বাথরুমের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র ম-লের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে। তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, রোববার রাতে বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তিনি পাশের বাড়িতে অবস্থান করছিলেন। পরে অভিযানের খবরে পালানোর জন্য ওই বাড়ির ছাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। ওই সময় পাইপ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা হেমেশ চন্দ্র মন্ডলকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। হেমেশের ২ মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন ।