স্থানীয় সংবাদ
মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন ২ জানুয়ারী

স্টাফ রিপোর্টারঃ নগরীর মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামী ২ জানুয়ারী। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ হবে। এবার ভোটার ২৫০ জন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মিরাজ হোসাইন জানান, এবার দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্যানেল দু’টি হলো, এনাম-মোশাররফ পরিষদ ও জুয়েল-আলম পরিষদ। ৯টি পদের বিপরিতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের অন্য দু’ সদস্য হলেন শেখ রেজাউল কবির ও মোঃ তৈয়াবুর রহমান। ইতোমধ্যে প্রার্থীরা ভোট প্রার্থনা শুরু করেছেন। তফশিল অনুযায়ী আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।