বৈষম্যহীন পরিচ্ছন্ন ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের সুরক্ষা নিশ্চিতে এই নীতিমালা বিশেষ ভূমিকা রাখবে

# যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২৪ উন্মোচন ও সেমিনারে কুয়েট ভিসি #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেছেন ‘‘বৈষম্যহীন পরিচ্ছন্ন ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের সুরক্ষা নিশ্চিতে এ নীতিমালা বিশেষ ভূমিকা রাখবে। তিঁনি বলেন হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই নীতি বাস্তবায়নের জন্য তাগিত দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ইউজিসি’র নীতিমালা নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটা কমিটি এবং বাইরের একটি এক্সপার্ট টিম এর সমন্বয়ে সময় উপযোগী এ নীতিমালা প্রণয়ন করে সিন্ডিকেটের মাধ্যমে পাশ করা হয়েছে। এই নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয়ের সকলকে সচেতনতা তৈরী করার লক্ষে যে সেমিনার অনুষ্ঠিত হলো এই সেমিনার থেকে আমাদের নিজেদেরকে শিক্ষা নিতে হবে। সেমিনারে উঠে আসা যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২৪’’ এর বিষয়ে সকলকে সচেতন করতে হবে। তিঁনি বলেন এই নীতিমালা আছে কিন্তু আমরা আশা করি এই নীতিমালা প্রয়োগের সুযোগ আমরা যেন না করে দেই।’’ তিনি গতকাল বুধবার বিকাল ৩টায় বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রণীত “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪” উন্মোচন ও সেমিনারে প্রধান অথিতির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরিফুল আলম ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি, মানবিক ও ব্যবসায় বিভাগের প্রফেসর ড. রাজিয়া খাতুনের সভাপতিত্ব অনুষ্ঠিত নীতিমালা উন্মোচন ও সেমিনারে দ্বিতীয় পর্বের স্পিকারের বক্তৃতায় শারিরীক ও মানসিকভাবে বিভিন্ন সমস্যায় পতিতদের সমস্যা ও তার সমাধানকল্পে গরুত্বপুর্ণ আলোচনা করেন সাইকেট্রি ডাঃ সুলতান ই মঞ্জুর। অনুষ্ঠানের শুরুতে নীতিমালা উন্মোচন ও সেমিনারের প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রণীত “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪” এ নীতিমালা উন্মোচন করেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরা ইসলাম, সোনালী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্যানেল আইনজীবী, খুলনা নোটারী পাবলিকের এ্যাডঃ মাসুদুর রহমান, বাংলাদেশ লিগাল এইড ‘র সদস্য (সরকারী) ও বাংলাদেশ লিগ্যাল এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর সদস্য এ্যাড. কামরুন নাহার হেনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ।
কুয়েটের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের প্রফেসর ড. রাজিয়া খাতুন নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে নিজস্ব নীতিমালা প্রণয়ন এটা কুয়েটের জন্য একটা বিরাট প্রাপ্তি । সারাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সামগ্রিক একটা নীতিমালা থাকলেও তাতে কিছুটা সীমাবদ্ধতা ছিল। আমাদের নিজস্ব নীতিমালা প্রণয়নের ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যদি কেউ যৌন হয়রানীর শিকার হন সে ক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তিবর্গ কমিটি কর্তৃক নির্ধারিত ফর্মে তাদের লিখিত অভিযোগ অফলাইন অথবা অনলাইনে কমিটিকে জানাতে পারবে। এছাড়াও তারা সরাসরি যৌন হয়রানি সংক্রান্ত যেকোন অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিটিকে সমাধানের জন্য জানাতে পারবে। পূর্বে তাদেরকে এই অভিযোগ ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডাবলু) অথবা শৃঙ্খলা কমিটিকে জানাতে হতো। প্রণীত নীতিমালা যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাশকৃত নীতিমালা সেহেতু প্রতিবছর নবাগত শিক্ষার্থীদের মাঝে এ নীতিমালা সংক্রান্ত পুস্তিকা বিতরণ করা হলে তারা তাদের অধিকার সম্পর্কে প্রথম থেকে সচেতন থাকবে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮ এর আলোকে প্রস্তাবিত কুয়েটের নিজস্ব নীতিমালা-২০২৪ গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।


