বিশিষ্ট সমাজসেবক সুমন শেখের ইন্তেকাল : জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালী সরদার বাড়ীর বিশিষ্ট সমাজসেবক মোঃ সুমন শেখ ১৯ ডিসেম্বর সকাল ৯ টায় স্ট্রোকজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ১ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরবাদ মশিয়ালী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মতিউর রহমান ফারাজি,ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম,অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাউসুল আজম হাদী, হাসান মাহমুদ টিটো,আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, মেম্বার বখতিয়ার হোসেন, নুর ইসলাম গাজী, সুলতান মাহমুদ, মোল্লা আইয়ুব হোসেন, মোহাম্মদ হাদিউজ্জামান , গাজী মোন্তাজ হোসেন, সরদার মকবুল হোসেন, রিয়াজুল ইসলাম রিয়াজ, এস এম ইলিয়াস হোসেন, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোল্লা শরিফুল ইসলাম, সর্দার নজরুল ইসলাম, পিয়ার আলী, মনোয়ার হোসেন, তাইজুল ইসলাম।