এসবিএসইউএপি’র অবহেলিত স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত সাপোর্ট ফর বেসিক সার্ভিস ইন আরবান এরিয়াস প্রকল্প (এস বি এস ইউ এপি) এর অবহেলিত স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে বৃহস্পতিবার মোঃ মারুফ হোসেন একটি সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য পাঠকালে মারুফ হোসেন জানান, গত বৃহস্পতিবার, এস বি এস ইউএপি ইউনিসেফ অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন খুলনা সিটি কর্পোরেশনে পরিচালিত সাপোর্ট ফর বেসিক সার্ভিস ইন আরবান এরিয়াস প্রকল্প (এস বি এস ইউ এপি) এর ইউডিসি-ও এর ২৫ জন স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে আমাদের সাথে ঘটে যাওয়া একটি অত্যন্ত দুখজনক ঘটনার বিবৃতি করছি।
একনেক সভার সিদ্ধান্ত প্রকল্পের পিপি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বার্ষিক বাজেটে এর সংস্থান রেখে তদনুযায়ী প্রকল্প চলাকালীন সময়ে ব্যয় নির্বাহের জন্য এবং প্রকল্প সমাপ্তির পরও প্রকল্পের কার্যক্রম অব্যাহতি রেখে সেটির সমুদয় ব্যয় নির্বাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পত্র জারীর আলোকে পরবর্তীতে খুলনা সিটি কর্পোরেশন ইউডিসি স্টাফদের বেতন ভাতাদি প্রদান করে আসছিল এবং পূর্বের মেয়র মরহুম শেখ তৈয়েবুর রহমানের সময়কালে কেসিসি’র সাধারণ সভাও সিদ্ধান্ত মোতাবেক ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কেসিসি অংশের প্রাপ্য বকেয়া বেতন ইউডিসি ষ্টাফদের মধ্যে ১০ কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকল্পের কার্যক্রম চলমান রেখে আত্মীকরণের বিষয়ে কেসিসি’র সাধারণ সভার এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে একনেক সভার সিদ্ধান্ত প্রকল্পের পিপি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা সিটি কর্পোরেশন যে সিদ্ধান্ত গ্রহন করবে সে আলোকে পরবর্তীতে খুলনা সিটি কর্পোরেশন সিদ্ধান্ত গ্রহন করবে। তিনি আরও জানান, প্রকল্পের কার্যক্রম চলমান রেখে ইউডিসি স্টাফদের পরবর্তীতে আত্মীকরণের বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনে বস্তি উন্নয়ন বিভাগ খোলার জন্য একটি সাংগঠনিক কাঠামো মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। সব কিছু ভালভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে ২০০৭ সালে বেতন ভাতাদি প্রদান বন্ধ করে দেয়া হয় এবং প্রকল্পের কার্যক্রম ও বন্ধ করে দেয়া হয়। তারপর থেকে খুলনা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে আমরা অব্যাহতভাবে বারবার যোগাযোগ এবং অনুরোধ করে যাচ্ছি যে যাতে আমাদের খুলনা সিটি কর্পোরেশনের রাজস্বখাতে আত্মীকরণ সহ পুনরায় বেতন ভাতাদি প্রদান করা হয়। আমরা অপেক্ষা করতে থাকি ঢাকা সিটি কর্পোরেশন এ বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহন করে। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ঢাকা সিটি কর্পোরেশনে ইউডিসি’র ৮৮ জন কেয়ারটেকার মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের অফিস আদেশ মোতাবেক সমস্কেলে বিভিন্ন পদে যোগদান করেছে। যাহার প্রেক্ষিতে আমরা নি¤œ স্বাক্ষরকারী গণ বিগত ২০১৬ সালে মাহ্যমান্য হাইকোর্ট বিভাগে একটি রীট মোকদ্দমা দায়ের করি যাহার নং ৭৫৭/২০১৬ ইং পরবর্তীতে উক্ত রীটের শুনানী অন্তে মহামান্য হাইকোর্ট বিভাগ বিগত ২০১৬সালের ১৬ নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের ন্যায় আমাদের পক্ষে বকেয়া বেতন সহ স্থায়ী নিয়োগের একটি রায় প্রকাশ করেন। কিন্তু এখন পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশন এই আদেশ বাস্তবায়ন করেনি। স্বৈরাচার সরকারের আমলে আমরা নানা বাধা-বিপত্তির সম্মুখীন হই। একপর্যায়ে আমরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু স্বৈরাচার পতনের পরে আমাদের মনে নতুন আশা জাগে যে আমরা বর্তমান ছাত্র-জনতার সরকারের মাধ্যমে আমাদের অধিকার আমরা ফিরে পাবো।