হারুন অর রশীদের মৃত্যুতে দিঘলিয়া সাংবাদিকদের শোক

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনা প্রেসক্লাব ও এমইউজের সাবেক নির্বাহী সদস্য এবং দৈনিক জন্মভূমি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ হারুন-অর-রশীদের(৫৫) অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন দিঘলিয়ায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ। তিনি কিডনিজনিত রোগে অসুস্থ অবস্থায় খুলনা আদ দীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিবৃতিদাতারা হলেন সৈয়দ জাহিদুজ্জামান (দৈনিক প্রবাহ), ডাঃ সৈয়দ আবুল কাসেম (দৈনিক দেশ সংযোগ), শেখ মনিরুল ইসলাম ( দৈনিক পূর্বাঞ্চল) শেখ রবিউল ইসলাম রাজিব (দৈনিক আজকের তথ্য, শেখ ইব্রাহিম হোসেন ( দৈনিক চলমান বিশ্ব), শেখ শামীমুল ইসলাম (দৈনিক তথ্য), মোল্লা ইমারত হোসেন (দৈনিক খুলনা টাইমস), শেখ শাহাদাত হোসেন নবেল(দৈনিক দক্ষিণাঞ্চল), মোঃ ইলিয়াস হুসাইন (দৈনিক সংগ্রাম), কাজী জুলফিকার আলী (দৈনিক আজকের আলোকিত সকাল), মোল্লা কামরুল ইসলাম (সাপ্তাহিক সোনার বাংলা), সৌমিত্র কুমার দত্ত (দৈনিক আজকের কন্ঠস্বর), মোঃ বেনজির আহমেদ মুকুল (দৈনিক চলমান বিশ্ব) প্রমুখ।



