সাধারণ সভায় খুলনা এমইউজে নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলীমিলনায়তনে এ দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন স্থগিত করা হয়। আগামী তিন মাসের মদ্যে আবারো নতুন করে নির্বাচন দেয়ার সিদ্ধান্ত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিকইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিকইউনিয়ন-বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো.আনিসুজ্জামান। সঞ্চালক ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। এদিকে আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর এমইউজে খুলনার নির্বাচন অনুষ্ঠিত হয়।