খুলনায় চার মামলায় সালাম মুশের্দীর জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আ’লীগ নেতা আবদুস সালাম মুশের্দীকে চারটি মামলায় খুলনার দু’টি পৃথক আদালত কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। রোববার পৃথক দুটি আদালতের বিচারক হলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আলতাফ মাহমুদ। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতাকর্মী খুলনা ডাকবাংলা মোড়ে দলের বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য নদী পথে ট্রলারযোগে রওনা হয়। তাদের কিছু নেতাকর্মী চন্দনীমহল (কাটাবন) ঘাটে অবস্থান করছে এমন সংবাদ পান বিএনপির ওই নেতা। বেলা সাড়ে ১১টার দিকে ট্রলার ওই স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আওয়ামী সরকারের সন্ত্রাসীরা তাদের ওপর শর্টগান, কাটা রাইফেল, বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জি আই পাইপ, চাপাতি, বোমা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আবদুস সালাম মুর্শিদী পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা-৪ আসনে উপ-নির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আবদুস সালাম মুর্শেদী ২০০৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। ৮ আগস্ট বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। এ ছাড়া তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধান ছিলেন।


