স্থানীয় সংবাদ

কবি মশিরুজ্জামান আর নেই

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা সাহিত্য অঙ্গনের অভিভাবক, একুশে বইমেলার প্রতিষ্ঠাতা মরহুম এস এম হারুন অর রশীদ বাচ্চুর সহচর, সাহিত্য সংসদের সভাপতি কবি মশিরুজ্জামান মোল্লা (৭৫) আর নেই। তিনি সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না-রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ উচ্চরক্তচাপ ও এলার্জি জনিত সমস্যায় ভুগছিলেন। তার প্রকাশিত কৌম, শেকড় ভাবনা, জলদি চল সোনার গাঁ, উল্টো পথের রথসহ অনেক কাব্য গ্রন্থের রচয়িতা ছিলেন। তিনি প্রান্তিক মানুষের অধিকার নিয়ে আজীবন কৃষক ও শ্রমিক আন্দোলন করেছেন,তার কাবিতা পাঠ করলে ন্যায়পরায়ণতা, অধিকার বোধ, শোষণ বাদ, সামন্ত বাদ, সাম্যবাদ, মুক্তচিন্তা, স্বদেশ চেতনার এক বিরল অভিজ্ঞতা লক্ষ করা যায় । কবি মশিরুজ্জামান খুলনার কবি লেখকদের অভিভাবক হিসেবে খ্যাত। কবি গোপালগঞ্জে কাঠি গ্রামে ১৯৫২ সালে জানুয়ারী মাসে জন্মগ্রহণ করেন। বাবা দাবির উদ্দিন মোল্লা,মাতা নুরজাহান বেগম, ছোটবেলা থেকে পৈত্রিক সূত্রে খুলনার কাস্টম অফিস এলাকায় নিজস্ব বাস ভবনে বসবাস করেছেন। খুলনা জিলা স্কুল থেকে এস এস সি ও দৌলতপুর দিবা নৈশ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কবি ছাত্র জীবন থেকেই বাম ঘরানার রাজনৈতিক সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন। কবি দু’ কন্যা ও স্ত্রী আত্মীয়-স্বজনসহ বহু ভক্ত, গুণগ্রাহী রেখে গেছেন। কবির মৃত্যুতে খুলনার সাহিত্য অঙ্গনে এক অপূরনীয় শুন্যতা সৃষ্টি হলো। মরহুমের জানাজা আজ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। পরে গোয়ালখালি কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button