খুলনায় তাবলীগ মসজিদ ঘিরে দিনভর উত্তেজনা

সেনা, নৌ ও পুলিশের সতর্ক অবস্থান
জুবায়ের ও সাদ পন্থীদের দ্বন্দ্বের জের
স্টাফ রিপোর্টার : জুবায়ের ও সাদ পন্থীদের দন্দ্বের জেরে সংঘাতের আশংকায় শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর নগরীর তাবলীগ মসজিদ ঘিরে উত্তেজনা বিরাজ করে। এ কারণে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। তাদের কঠোর অবস্থানের কারণে কোনো সংঘাত হয়নি।
সাধারণ মুসল্লিরা জানান, জুম্মার নামাজের আগে সাদপন্থীদেরও মসজিদে যাওয়ার কথা ছিল। কিন্তু জুম্মার নামাজের আগে দুপুর ১২ টার মধ্যে জুবায়েরপন্থীরা তাবলীগ মসজিদে অবস্থান নেন। তারা মসজিদের আশপাশের এলাকাগুলোতে জড়ো হন। কিন্তু জোবায়েরপন্থীরা সাদপন্থীদেরকে মসজিদে ঢুকতে দেবে না বলে ঘোষণা দেয়। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য তাবলীগ মসজিজের সামনে এবং আশপাশের সড়কগুলোর মুখে অবস্থান নেন। তাবলীগ মসজিদের সামনের সড়কে গল্লামারী মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, দুই গ্রুপের দ্বন্দ্ব নিয়ে উত্তেজনা ছিল। সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সংঘাত এড়ানোর জন্য তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।