খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

# আল আমিন সভাপতি, সাজ্জাদ সাঃ সম্পাদক নির্বাচিত #
স্টাফ রিপোর্টার ঃ গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আল আমিন হাওলাদার, সাঃ সম্পাদক সজ্জাদ হোসেন ও সংগঠনিক সম্পাদক পদে মোঃ সুমন হোসেন জয়লাভ করেন। সকাল ৮ থেকে ভোট শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুসা রহমান জুয়েল। সংগঠনের মোট ভোটার ২৯৫ জন এরমধ্যে ২২৭ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে আল আমিন হাওলাদার, সাঃ সম্পাদক সজ্জাদ হোসেন ও সংগঠনিক সম্পাদক পদে মোঃ সুমন হোসেন ছাড়াও কার্যকারী সভাপতি পদে এস,এম সরোয়ার, সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতাই নির্বাচিত হন মোঃ রুহুল আমিন ও ওয়াহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক পদে বাবুল হোসেন, সহ সাঃ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন কামাল হোসেন ও সবুজ হোসেন হাওলাদার, সহ সাংগঠনিক পদে আল আমিন শেখ, কোষাধ্যক্ষ পদে ইকবাল হোসেন, প্রচার সম্পাদক পদে আঃ সাত্তার মৃধা, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন খোকন হাওলাদার, এ ছাড়া কার্য নির্বাহী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন মোছাঃ নাহার, রমজান মোড়ল ও রিপন সরদার। নির্বাচনে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের কর্মকর্তা গণেশ চন্দ্র বসু, নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার মিজানুর রহমান মিজু, ও কবির হাসান বাচ্চু উপস্থিত ছিলেন।


