গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ ঐতিহ্যবাহী গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানার আদর্শ নূরানী শাখার উদ্বোধন ও দোয়ার অনুষ্ঠান ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ্ব শেখ ফেরদৌস রহমান। মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তৃতা করেন অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম মোল্লা, আলহাজ্ব শেখ সাইফুল ইসলাম, হাফেজ মুফতি মাওলানা আব্দুল লতিফ, আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, এসময় আরোও উপস্থিত ছিলেন, আলহাজ্ব শেখ রুহুল আমিন, গাজী আব্দুর রশিদ, শেখ আব্দুল মজিদ, ক্বারি আসহাব উদ্দিন, শেখ হেকমত আলী, মোঃ মুজিবর রহমান, মো. মোকসেদ আলী, মোল্লা রুহুল আমিন, মানবজমিন সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোঃ মোস্তাক আহমেদ, গাজী ইমলাক হোসেন, ফকির মোঃ শাহিন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।