স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় খেয়াঘাটের দখলদারত্ব নিয়ে একপক্ষের হামলায় আহত ২

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার ভৈরব নদীর নগরঘাট খেয়াঘাটের ঠিকাদারির দখলদারিত্ব নিয়ে প্রভাবশালী এক মহলের অতর্কিত হামলা ও ধারালো দেশীয় অস্ত্রের কোপে ২ জন গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার নগরঘাট-রেলিগেট খেয়াঘাটটি খুলনা জেলা পরিষদ নিয়ন্ত্রণ ও ইজারা দিয়ে আসছিল।সেই মোতাবেক ৫ ই আগস্টের পর থেকে দিঘলিয়া এলাকার এক প্রভাবশালী ব্যক্তি ঘাটটির নিয়ন্ত্রণ নেই এবং খাস কালেকশনে খুলনা জেলা পরিষদের পক্ষে শিমুল নামক জনৈক ব্যক্তি ঘাটটির টোল আদায় করে আসছিল।সম্প্রতি উক্ত ঘাটটি মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে খুলনা বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ পাই।উক্ত ঘাটের নিয়ন্ত্রণ পেয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে খুলনা নগরীর আকবার হোসেন (৩৫) নামক জনৈক ব্যক্তিকে বন্দবস্ত দেয়।সেই মোতাবেক উক্ত আকবার হোসেন খেয়াঘাটের দখল নিয়ে টোল আদায় শুরু করলে পূর্বের দখলদারগণ পার্শ্ববর্তী ফেরীর উপরে উঠে আকবার হোসেন এবং তার এক সহকর্মীর উপর হামলা করে। এসময় ধারালো দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হয়। আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে নগরঘাট খেয়াঘাটের পারাপার বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। দিঘলিয়া থানা পুলিশ ও দিঘলিয়ায় দায়িত্বরত নৌবাহিনী কন্টিনজেন্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button