উৎসবমুখর পরিবেশে দৌলতপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন

# ১১টি পদে ১৩ জন প্রার্থী নির্বাচিত হবে
# ভোট গ্রহন শুক্রবার (১০ জানুয়ারি)-২৫ সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত #
এম রুহুল আমিন ঃ উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের প্রচার প্রচারণা। যারা নির্মাণ শিল্পের সাথে জড়িত রয়েছেন তারা সকলে এই সংগঠনের সাথে জড়িয়ে আছেন। এ থানায় এলাকায় ২৪ শত ১ জন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন। এই সংগঠনের নির্বাচন পরিচালনার জন্য দৌলতপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনকে চেয়ারম্যান করে ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হবে। দৌলতপুর থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং -৫৮৭) ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ টি পদে ১৩ জন প্রার্থী নির্বাচিত হবেন সভাপতি খোকন মোড়ল ও সাধারন সম্পাদক মাসুম মিয়া প্যানেলে ১৩ জন ও অপর প্যানেল সভাপতি হাসমত হাওলাদার ও সাধারন সম্পাদক আবুল হোসেন প্যানেলে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ জানুয়ারি-২৫ শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোট কেন্দ্র দৌলতপুরের মুহাসিন মোড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খোকন ও মাসুম প্যানেলের সভাপতি প্রার্থী মোঃ খোকন মোড়ল বলেন, আমরা নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে সংগঠনের কার্যালয়ে পাকা স্থাপনা নির্মাণ করা হবে। সংগঠনের সদস্য শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা গ্রহণ করা হবে। কোন শ্রমিক যদি দুর্ঘটনা জনিত কারণে মারা যায় তাহলে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে বর্তমানে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয় আমার প্যানেল নির্বাচিত হলে ৫০হাজার টাকা দেয়া হবে। আমাদের সংগঠনের শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় সেটি সমন্বয় করা হবে। কোন সাব ঠিকাদার রেট ভেঙ্গে কাজ করতে পারবেনা। সবাইকে এক রেট মেনে কাজ করতে হবে। দুটি প্যানেলের নেতৃবৃন্দই শ্রমিকদের অধিকার আদায়ের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। সকলের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আগামী ১০ তারিখ সংগঠনের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খোকন মোড়ল ও মাসুম হোসেন মিয়া প্যানেলে যুগ্ন সম্পাদক শেখ শাহজাহান বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।


