স্থানীয় সংবাদ

যশোরের বাঘারপাড়ায় পোল্ট্রি ফার্মে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ

# ৪২ লাখ টাকার ক্ষতির অভিযোগ #

যশোর ব্যুরো ঃ পূর্ব শত্রুতার জের ধরে যশোরের বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের জয়ারামপুর গ্রামের এক ব্যক্তির ১ একর ৩৪ শতক জমির ওপর নির্মিত পোল্ট্রি ফার্মে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা ওই পোল্ট্রি ফার্ম থেকে বিপুল পরিমাণ মুরগী লুট করে নিয়ে যায়। এতে ওই পোল্ট্রি ফার্মের মালিকের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
বুধবার ১ জানুয়ারী দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে উপজেলার জয়ারামপুর গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে জামাল হোসেন এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জামাল হোসেন বলেন, জমিজমা বিক্রি করে তিনি বাঘারপাড়া থানাধীন জয়ারামপুর মৌজায় লীজ নেওয়া ১ একর ৩৪ শতক জমির ওপর জমিতে দীর্ঘদিন ধরে শেড তৈরী করে পোল্ট্রি ব্যবসা করে আসছিলেন। ২০২১ সালে ২১ সেপ্টেম্বর একই গ্রামের মকছেদ আলী খানের কাছ থেকে তিনি জমিটি লীজ নেন। এরপর থেকে তার ওয়ারেশরা তার সাথে শত্রুতা শুরু করে। এরই মধ্যে কিছুদিন আগে লীজদাতা মকছেদ আলী মারা যান। এরপর থেকেই শুরু হয় নানা ষড়যন্ত্র।
মকছেদ আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন, নিলিমা ইয়াসমিন, শামীমা ইয়াসমিন, লাইলী ইয়াসমিন, সায়লা ইয়াসমিন তাদের পিতার কাছ থেকে নেয়া লীজ নেয়া জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। এ প্রেক্ষিতে লীজের শর্ত মেনে জমি ফেরত নেয়ার কথা বললে তারা নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রাখে। এ অবস্থায় নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেন পোল্ট্রি ব্যবসায়ী জামাল হোসেন।
সংবাদ সম্মেলনে জামাল হোসেন বলেন, মামলা করার পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এক পর্যায়ে তারা গত ৩০ ডিসেম্বর সোমবার প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে সিনেমা স্টাইলে মুরগীর পালনের তিনটি শেড ভাঙচুর করে মাটির সাথে গুড়িয়ে দেয়। এসময় হামলাকারীরা শেডের মুরগী মেরে ফেলে লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীরা তাকে হত্যার জন্য খোঁজাখুজি করে বলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ বিষয়ে বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও ঘটনার তিনদিন অতিবাহিত হয়ে গেলেও এখনও মামলা রেকর্ড হয়নি। বরং হামলাকারীরা নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ অবস্থায় তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে জামদিয়া ইউনিয়র পরিষদের সাবেক সদস্য আব্দুস সবুরসহ জামাল হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button