খালিশপুর সাংবাদিক সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুর সাংবাদিক সংস্থা’র ১০ম বর্ষপূর্তি উপলক্ষে ১ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সাংবাদিক গোলাম কিবরিয়া আশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও কবি শেখ আবু আসলাম বাবু। সাংবাদিক মোঃ এনাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাগরিক নেতা ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু ও খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব সাংবাদিক মোঃ আসিফ ইকবাল। মুখ্য আলোচক ছিলেন দৌলতপুর সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আমিন শাহ্। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ ওমর ফারুক, মোঃ রাজু, মোঃ মুনছুর আলী, আব্দুস সামাদ প্রমুখ। সভায় খ্রিস্টীয় নববর্ষ-২০২৫ উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মোঃ ওমর ফারুক।