মুসলিমরা ঐক্যবদ্ধ হলে দেশে ইসালামী শাসন ব্যবস্থা কায়েম হবে- মুফতি আশরাফুল ইসলাম

খবর বিজ্ঞপ্তি ঃ বিশিষ্ট মোফাচ্ছেরে কোরআন ইসলামী আলোচক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম বলেন দেশের সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হলে এই দেশে ইসালামী শাসন ব্যাবস্থা কায়েম হবে। তিনি বলেন দেশের সকল মুসলমানদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশে ইসলামী রাষ্ট ব্যাবস্থা কায়েম করতে হবে এই দেশের স্বাধীনতা সংগ্রামে আলেম ওলামা ও মুসলমানের ভুমিকা ছিল সব থেকে বেশি। অভিন্ন ভারত বর্ষকে মুসলমানেরা সাড়ে সাতশত বছর সাশন করেছে মুসলমানদের এই ঐতিহ্য ফিরিয়ে আনতে দেশের সকল ইসলামি ভাবধারার শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। তিনি গতকাল লবনচরা যুবকদের উদ্দ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলে বিশেষ বক্তার আলোচনায় এসব কথা বলেন। আলহাজ্ব মোহাঃ নুরুল ইসলামেরসভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব শেখ আরিফুর রহমান, মাহফিলে আলোচনা পেশ করেন মাওলানা এস এম নাইমুল ইসলাম নাইম, মাওলানা শাফায়াতুল ইসলাম, হাফেজ মাওলানা ইনামুল হক বেলালী,হাফেজ মোঃ সোহেল হোসেন।মাহফিল েেশ্ষ দেশ জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।