স্থানীয় সংবাদ

নড়াইল বিএডিসি সার গুদাম থেকে ৪শ’ বস্তা ড্যাপ সার পাচারের উদ্দেশ্যে যশোর ডিবি পুলিশের হাতে জব্দ : দু’জনসহ গ্রেফতার

যশোর ব্যুরো ঃ নড়াইল জেলার বিএডিসি সার গুদাম হতে ৪শ’ বস্তা ড্যাপ সার পাচারের সময় যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছে। এসময় পুলিশ সার বোঝাই ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের অভয়নগর থানার বুঁইকারা গ্রামের মুজিবর রহমানের ছেলে মামুন ফকির ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া বর্তমানে যশোরের অভয়নগর থানার বুঁইকারা জগর মোড় এলাকার কামাল হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার ৭ জানুয়ারী বিকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলাটি করেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই বিপ্লব সরকার। মামলায় বলা হয়েছে, উক্ত এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার কোতয়ালি থানা এলাকায় চোরাচালানরোধ ও বিশেষ অভিযান পরিচালনা করার সময় ভোর রাত সোয়া ৪ টার পর চাঁচড়া মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান নড়াইল সরকারী বিএডিসি সার গুদাম হতে ৪শ’ বস্তা বিএনডিসির সার অধিক লাভের উদ্দেশ্যে কালো বাজারে বিক্রির জন্য আত্মসাত করে (যশোর ট-১১-৪১৫৭) যোগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা বাজারে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি’র চৌকসদল ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার সময় যশোর শহরের পালবাড়ী মোড়েস্থ ইসমাইল ভবন এর মা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ট্রাকটি দেখতে পেয়ে থামার সংকেত দেয়। ট্রাকের ড্রাইভার ট্রাক থামালে ট্রাকে কি আছে জানতে চাইলে ট্রাক ড্রাইভার জানায় যে,উক্ত ট্রাকে ৪০০ বস্তা বিএডিসির ড্যাপ সার আছে। উক্ত ট্রাক ড্রাইভারের কাছে সারের কাগজপত্র দেখালে বললে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারিনি। ট্রাক ড্রাইভার মামুন ফকির জানায়, অধিক লাভের উদ্দেশ্যে নড়াইলের সার ডিলার জনৈক অলোক কুন্ডুর ম্যানেজার জনৈক জয়দেব পাল উক্ত সার আত্মসাত করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মেহেদী এর মাধ্যমে মেসার্স নাঈম ট্রেডিং,চুয়াডাঙ্গা জেলার দামুড়গুদা বাজার এর নিকট নিয়ে যাচ্ছে। তখন গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ট্রাকসহ ৪শ’ বস্তা ড্যাপ সার যার আনুমানিক মূল্য ৪লাখ ২০ হাজার টাকা ও ট্রাকের মধ্যে থাকা একটি মেসার্স এ.এম. ট্রান্সপোর্ট এন্ড শিপিং ও মেসার্স তাওহীদ এন্টারপ্রাইজ এর ট্রান্সপোর্ট চালান কপি ও সার বোঝাই ট্রাক জব্দ করেন। পরে তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button