স্থানীয় সংবাদ

কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

# আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব জাহিদুর রহমান #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৭৪ সদস্যের নতুন কমিটির অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত চিঠিতে ৭ জানুয়ারি এ কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুককে আহ্বায়ক ও ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ওবায়দুল্লাহকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মুশফিক মাহমুদ ফয়সাল, রাইয়ান শারিকুল, মোহন, সাজ্জাদ হোসেন ফরহাদ, হিমেল, আরাফ, মেহেদী হাসান জীবন, শোভন রায়, শাহানা আক্তার, মো. আশিকুল ইসলাম, এনায়েতুল্লাহ বাবু, তাকিয়া তাশবিহ, সৈয়েদ মো. আবু হাসান খালিদ ও সুমাইয়া তাসনিম। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে গোফরান বান্নাকে। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আকিবুর রাহাত, তারভীর আহমেদ, রাফি আহমেদ, সালেহ মুনাওয়ার, আব্দুল্লাহ আল সৈকত, শেখ ইয়াসিন রেদওয়ান, এস এম আফিফ সারওয়াত, উম্মে সুমাইয়া তানিশা, মোস্তাফিজুর রহমান, ঈসা আনসারী ও লাইবা তাফাল্লুম। কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে সাদাত তানভীর মাহিমকে। অন্য সংগঠকরা হলেন- সাগর হোসাইন, গালিব রাহাত, মো. মারুফ মিয়া, তারিক আনাম তন্ময়, মো. মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসরিন সুলতানা পিয়া। মুখপাত্র করা হয়েছে শেখ মুজাহিদকে। কমিটির সদস্যরা হলেন- সৌরভ শীল, মো. ফজলে রাব্বী, মুশফিক আজাদ, আল শাহরিয়ার অস্ত্র, জিহাদুল ইসলাম নোয়েল, সাফতি আনসারী, আতিকুল ইসলাম আতিক, লাবিব, জেরিন রেজা, মো. আজমাইন ইশরাক অর্নব, রওশন বেগম আফসারা, রাইসুল মাহদি, নূর মোহাম্মদ, মেহেদী হাসান নিলয়, সিয়াম, মেজবাউল মোকাররবিন সিহাব, আব্দুল্লাহ শেখ, জায়েদ বিন করিম নিঝুম, মো. আজওয়াদ আবেদীন মিঞা, আব্দুর রহমান কাইফ, মো. আব্দুর রহিম মৃধা, সার্দিল মাহমুদ অর্পন, মো. আবুদারদা অংকন, শেখ শাকিব আল মামুন, নাজমুল, শাকিবুল হাসান, আশরাফুর রহমান নিহাদ, সালেহ সাদিদ মীর, ফারিহা কামাল, মোহাম্মদ সাজিদুল ইসলাম, মো. সিয়াম হাসান, তারিফ ভূঁইয়া, খালেদ হাসান, আদনান খন্দকার, মো. আশিক হাসান, রাকিব রহমান ও মো. জাহিদুল ইসলাম। কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক বলেন, ‘কমিটি ঘোষণা সঠিক। তবে এটি কোনও রাজনৈতিক সংগঠন না। ফলে রাজনীতিমুক্ত কুয়েটে এর কার্যক্রম পরিচালনা নিয়ে কোনও সমস্যা নেই। যদি কখনও এই সংগঠন রাজনৈতিক রূপ পায়, আমরা কমিটি বিলুপ্ত করে দেবো।’ তিনি বলেন, ‘কমিটিতে যাদের নাম দেওয়া হয়েছে, তারা সবাই জুলাই বিপ্লবের সঙ্গে সরাসরি কাজ করেছেন। পরিবেশ পরিস্থিতির কারণে তালিকা নিয়ে ভিন্নমত আছে। আলোচনা করে মীমাংসা করা হবে।’ গত ১১ আগস্ট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ওই দিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনৈতিক সংগঠন ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকা- নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ছাত্রদেরও রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ততা ও কর্মকা- নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button