নব দিগন্ত ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার ঃ নব দিগন্ত ফাউন্ডেশন এর কার্যকরী কমিটি ও সদস্যবৃন্দরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর সাথে গতকাল সন্ধায় শিরোমনিতে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নব দিগন্ত ফাউন্ডেশন এর আহবায়ক শামসুদ্দোহা জামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশ ও নৈতিকভাবে যুব সমাজকে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং নব দিগন্ত ফাউন্ডেশনের আগামী দিনের পথচলায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির খুলনা জেলার সহকারী সেক্রেটারি মুন্সী মাইনুল ইসলাম, মোঃ আশরাফুল আলম,নব দিগন্ত ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম আহবায়ক শেখ রমজান আলী, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ ফয়সাল আহমেদ, সদস্য সচিব মুরসালিন হোসেন, মোস্তফা কামাল, সোহেল, রিয়াদ, সবুজ, নাজমুস সাদাত, জোবায়ের, মাহাদী প্রমুখ ।


