স্থানীয় সংবাদ

চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন যশোরে

যশোর ব্যুরো ঃ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী রোববার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বিডিআর কল্যাণ পরিষদ যশোরের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বিডিআর কল্যান পরিষদ যশোরের সমন্বয়ক ওয়াহিদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে চাকুরীচ্যুত যশোরের ১৬৩ জন বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য আব্দুস সামাদ, আব্দুল কাদের, মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন,তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে পিলখানার ভিতরে এবং পিলখানার বাইরে ইউনিট সমূহের নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিচ্যুত করে। তারা নিরাপদ সদস্যদের মুক্তি, স্বাধীন তদন্ত কমিশন, নিরপেক্ষ ও নির্বিঘেœ কাজ করার স্বার্থে প্রজ্ঞাপনের ২/ঙ ধারা বাদ এবং সকল চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানান মানববন্ধন থেকে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিডিআর কল্যান পরিষদের, অর্থ সমন্বয়ক ও চাকুরিচ্যুত বিডিআর সদস্য হুমায়ুন কবীর সহ প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button