কেসিসি ও বিআইডব্লিউটিএ-এর মধ্যে বৈঠক

# যাচাই বাচাই কমিটি গঠনের সিদ্ধান্ত #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারিদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলনের জের ধরে দু’পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ে সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। অংশ নেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ খুলনার উপ-পরিচালক মাসুদ পারভেজ, নির্বাহী প্রকৌশলী হৃদরি রোবায়েত, কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা। সভায় একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বিআইডব্লিউটিএ’র ঘাট নিয়ে সৃষ্ট সমস্যা তদন্ত টিম তদন্ত করে সমাধান দিবেন। তারা কাগজপত্র যাচাই বাচাই করে দেখবেন। এর আগে ঘাটের টোল আদায় করা হবে। ওই টাকা জমা থাকবে। তদন্ত টিমের প্রতিবেদন অনুযায়ী যারা ঘাট পাবে তাদেরকে আদায়কৃত টোল দেয়া হবে বলে সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্টরা জানান। বিআইডব্লিউটিএ’র খুলনার উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, সভায় সর্বসম্মতিক্রমে বিভাগীয় কমিশনার একটি যাচাই বাচাই কমিটি গঠনের জন্য বলেছেন। ওই যাচাই বাচাই কমিটি যে সিদ্ধান্ত দিবেন সেই আলোকে ঘাটগুলো হস্তান্তর করা হবে। তার আগে ঘাট যে অবস্থায় আছে সেভাবেই্ থাকবে বলে তিনি জানান।