স্থানীয় সংবাদ

ধরাছোঁয়ার বাইরে খানজাহান আলী থানার মাদকের গডফাদার একাধিক মামলার আসামি হাদু গাজী

স্টাফ রিপোর্টার ঃ ধরা ছোয়ার আলাপ আলোচনা আর দেনদরবারের মধ্য দিয়েই যুগ যুগ ধরে খুলনার খানজাহান আলী থানা এলাকাতে গাজা সহ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের কারবার চালিয়ে আসছে মাদক কারবারিরা। মাঝে মধ্যে পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব ও মাদকদব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদকের ছোট-বড় চালান আটকও করছে। তবে আটককৃতদের মধ্যে অধিকাংশই মাদক বহনকারী লেবার ও গডফাদাদের কর্মচারী। আর যেসব গডফাদাররা লাখ লাখ টাকার গাজা , ইয়াবা সহ বিভিন্ন মাদকের চালান নিয়ন্ত্রণ করছে তারা সব সময়ই থাকছে ধরা ছোয়ার বাইরে, পর্দার আড়ালে।সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ দিনের অভিযোগ আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে গিলাতলা গাজীপাড়ায় হাদু গাজী প্রকাশ্যে চালিয়ে আসছে মাদকের রমরমা ব্যবসা। অনুসন্ধানে জানা গেছে, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা হাতে মাদক ধরেনা। যাবতীয় লেনদেন তারা তাদের লেবার এবং কর্মচারীদের দিয়ে করিয়ে থাকেন। ফলে তারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে এসব মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয়। আর এ ভাবেই পর্দার আড়ালে থেকে মাদক নিয়ন্ত্রণকারিরা এবং মাদক কারবারিরা হয়ে উঠেছেন বিপুল অর্থ সম্পদের মালিক। এরা এতই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। মাদক ব্যবসায়ি হাদু গাজী বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে তার বাড়ির সামনে স্থানিয় আওয়ামীলীগ নেতাদের ছবি , ব্যানার ঝুলিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে গেছে , সেসময় তার আস্তানায় প্রশাসন অভিযানে গেলে সে দেশিয় অস্ত্র নিয়ে ওল্টো পুলিশের উপর হামলা করতো। পুলিশের উপর হামলার একাধিক অভিযোগও রয়েছে মাদক ব্যবসায়ী হাদু গাজীর বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, মাদদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সময় মাদকদ্রব্য উদ্ধার সহ মাদক কারবারীদের গ্রেফতার করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button