স্থানীয় সংবাদ

একজন শীতার্ত মানুষের মাঝে একটি কম্বল দিতে পারা আমার কাছে অনেক প্রশান্তির- রূপসা ইউএনও

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় অসহায় বয়স্ক, এতিম শিশু এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্ধ মাসের অধিক সময় ধরে রূপসা উপজেলা প্রশাসন কম্বল বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি রাত সাড়ে দশটায় উপজেলার নৈহাটি ইউনিয়নের রূপসা ঘাট এলাকা সংলগ্ন মারকাজুল হুদা মাদ্রাসায় কম্বল বিতরণ করতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড। এ সময় তিনি বলেন , শীতকালে আমাদের নিম্ন আয়ের মানুষের শীত বস্ত্রের অভাবে অনেক কষ্ট পেতে হয়। মাঝে মাঝে শৈত প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা সরকারিভাবে যেটা পারছি তার সর্বোচ্চ দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রচন্ড শীতে সমাজের বিত্তবান মানুষের উচিত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। একজন শীতার্ত মানুষের মাঝে একটি কম্বল দিতে পারা আমার কাছে অনেক প্রশান্তির। বর্তমান সরকার চায় একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়। তাই আমি নিজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের শীতার্ত মানুষ খুঁজে খুঁজে সরকারিভাবে কম্বল বিতরণ করছি। তবে আমাদের সীমাবদ্ধতা আছে। তাই সমাজের বৃত্তশালীদের উচিত হবে এ সকল শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য পদক্ষেপ গ্রহণ করা।এ জন্য আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। আমরা চাই রূপসা উপজেলার সকল মানুষকে নিয়ে একটি আদর্শিক সমাজ বিনির্মাণের পাশাপাশি শান্তির উপজেলা উপহার দিতে। এখানে থাকবে না কোন হানাহানি, মাদক, সন্ত্রাস ও খুনখারাবি মত পৈচাশিক কোন কর্মকান্ড। আমি রূপসা উপজেলাকে একটি স্বপ্নের এবং সকলের পছন্দের উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ সমাজ গঠন করব এই প্রত্যাশা রেখে কাজ করছি।
নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কম্বল পেয়ে এক বৃদ্ধ বলেন, ঠান্ডায় অনেক কষ্টে আছি। এই শীতের রাতে ভালো ভাবে ঘুমাতে পারি না। আমি গরিব মানুষ, কম্বলও কিনতে পারি না। আমারে দেখার কেউ নাই। স্যার এই শীতের সময় একখান কম্বল দিয়ে আমার অনেক উপকার করেছে। এখন রাতে ভালো করে ঘুমাতে পারব।
এরপর তিনি নৈহাটি ইউনিয়নের কাস্টম ঘাট মাঝিদের মাঝে কম্বল বিতরণ করেন। এভাবে প্রতিদিন গভীর রাত অবধি উপজেলার বিভিন্ন প্রান্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু তার টিম নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে, অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ চলমান রেখেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button