স্থানীয় সংবাদ
একুশে বই মেলার চতুর্থ দিন অতিবাহিত

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার অতিবাহিত হলো একুশে বইমেলা খুলনার ৪র্থদিন। ক্রেতাদর্শকদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। বইয়ের স্টলগুলিতে ক্রেতাদর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা’র ছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার মঞ্চের সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয়। পরবর্তীতে কৃষ্টিধারা, দীপ্তসবুজ কচিকাচার মেলা এবং সুরশ্রী মিউজিক স্কুলের শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক দর্শকশ্রোতা মেলা মঞ্চের নান্দনিক সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে।