খুলনার বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার’র অভিযান অব্যহত

এক মাসে ২৮৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা
মোঃ আশিকুর রহমান : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন ১০ জেলা কার্যালয় বাজার তদারকিতে নিয়মিত অভিযান অব্যহত রেখেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সমূহের বাজার দর, ক্রয় ভাউচার যাচাই বাছাই করাসহ সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রিরর নির্দেশনা প্রদান করা হচ্ছে। ওই নির্দেশনা উপেক্ষা করে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের বাইরে অধিক মূল্য পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারী দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন ১০ জেলা কার্যালয় হতে গেল জানুয়ারী মাসে ১৫৭ টি অভিযানের মাধ্যমে ২৮৮ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ লাখ ৪২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে খুলনা বিভাগীয় কার্যালয় ১৯ টি অভিযানের মাধ্যমে ৩২ টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৩৯ হাজার টাকা, জেলা কার্যালয় মাগুরা ১৯ টি অভিযানের মাধ্যমে ৩০ টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ২ হাজার, খুলনা ১৮ টি অভিযানের মাধ্যমে ৪০ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬৯ হাজার , নড়াইল ১৪ টি অভিযানের মাধ্যমে ৪৩ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮০ হাজার, সাতক্ষীরা ১২ টি অভিযানের মাধ্যমে ২৩ টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার ৫’শ টাকা, কুষ্টিয়া ১৮ টি অভিযানের মাধ্যমে ২৮ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮৪ হাজার, ঝিনাইদহ ১৫ টি অভিযানের মাধ্যমে ২৫ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৯২ হাজার টাকা, যশোর ১৫ টি অভিযানের মাধ্যমে ২৩ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৬ হাজার টাকা, বাগেরহাট ১৩ টি অভিযানের মাধ্যমে ২২ টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার, চুয়াডাঙ্গা ১১ টি অভিযানের মাধ্যমে ১৮ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৩৫ হাজার ও মেহেরপুর ৩ টি অভিযানের মাধ্যমে ৪ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমান আরোপসহ আদায় করা হয়েছে। পাশাপাশি খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন ১০ জেলা কার্যালয় হতে ৯টি সচেতনতামূলক সভাও করেছেন সংশ্লিষ্টরা।
ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ে সহকারি পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় বাজার তদারকিতে নিয়মিত অভিযান অব্যহত রেখেছে। জানুয়ারী মাসে অত্র দপ্তর হতে ভোক্তার অধিকার লঙ্ঘনে ১৮ টি অভিযানের মাধ্যমে ৪০ টি প্রতিষ্ঠানকে ৮১ হাজার জরিমান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ্বাস প্রদান করেন এ কর্মকর্তা।
ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, খুলনা বিভাগীয় কার্যালয়সহ জেলা কার্যালয় সমূহ বাজার তদারকিতে নিয়মিত অভিযান অব্যহত রেখেছে। গত জানুয়ারী মাসে ১৫৭ টি অভিযানের মাধ্যমে ২৮৮ টি প্রতিষ্ঠানকে ২১ লক্ষ ৪২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। বিশেষ করে সরকার নির্ধারিত মূল্য পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার যাচাই বাছাই করাসহ বিবিধ বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হচ্ছে। ওই নির্দেশনা উপেক্ষা করে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের বাইরে অধিক মূল্য পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করার কঠোর হুশিয়ারী দিয়েছেন এ কর্মকর্তা। এদিকে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) খুলনা বিভাগীয় কার্যালয়, খুলনা জেলা কার্যালয়, কুষ্টিয়া জেলা কার্যালয়, মাগুরা জেলা কার্যালয়, মেহেরপুর জেলা কার্যালয়, ঝিনাইদহ কার্যালয়, নড়াইল কার্যালয় ও বাগেরহাট কার্যালয়ের ৮টি তদারকি টিমের অভিযানে ১৩টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমান আরোপসহ আদায় করা হয়েছে। জনস্বার্থে সংশ্লিষ্টদের চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।