স্থানীয় সংবাদ
খুলনার চার উপজেলায় ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় খুলনায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শুরু হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ শেষে আজ থেকে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। শুরুতে জেলার চারটি উপজেলায় নতুন ভোটারদের ছবিতোলা, বায়োমেট্রিক দেয়ার কার্যক্রম সকাল ৮.৩০ থেকে শুরু হয়। কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটায় ৪টি টিমের মাধ্যমে এ কার্যক্রম চলছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ এর পূর্বে তাদের তথ্য ছবিসহ হালনাগাদ করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজ বেনজির আহমেদ জানান, সারাদেশের মত খুলনায় তথ্য সংগ্রহ শেষে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। খসড়া তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ৭২ হাজার ৬ শত ৭৬ জন। প্রথমে জেলার চারটি উপজেলায় এ কার্যক্রম চলবে। এগুলো শেষ হলে বাকি উপজেলাগুলোয় শুরু করা হবে।