স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সপ্তম সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সপ্তম সভা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের ৩ জনের স্থায়ী সদস্য পদ বাতিল করা হয়েছে। এছাড়া সভায় ক্লাবের উন্নয়ন, সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নিবার্হী সদস্য শেখ দিদারুল আলম. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহম্মদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।