খুবি আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার ২য় দিনের খেলা অনুষ্ঠিত

# বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি ও সফটওয়্যার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ জয়ী
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২৫ আজকে তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ড্রয়িং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্টকে ৩ ইউকেটে পরাজিত করেছে। সকালে টসে জিতে ব্যাট করতে নেমে ড্রয়িং এন্ড পেইন্টিং নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে দিলির সর্বোচ্চ ৪০ রান সংগ্রহ করে। জবাবে বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২ ইউকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সোহেল। বিকেলে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অর্থনীতি বিভাগ ছয় উইকেটে স্থাপত্য বিভাগকে পরাজিত করে। শুরুতে স্থাপত্য বিভাগ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে নয় উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। জবাবে অর্থনীতি বিভাগ ব্যাট করতে নেমে ৭.২ ওভাওে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। অর্থনীতি বিভাগের হাসান ব্যক্তিগত ১২ রান এবং দুটি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এদিকে অপর খেলায় সফটওয়্যার এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও ল’ ডিপার্টমেন্টকে ৩৯ রানে পরাজিত করে। শুরুতে টসে জিতে সফটওয়্যার এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ল’ ডিপার্টমেন্ট নির্ধারিত ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে সাদমান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।