স্থানীয় সংবাদ
োনৌবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে খুলনায় রিভলবার উদ্ধার

খবর বিজ্ঞপ্তি ঃ নগরীর লায়ন্স স্কুল এলাকায় অভিযান চালিয়ে রিভলবার উদ্ধার করেছে নৌবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে খুলনার সোনাডাঙ্গা থানার অন্তর্গত লায়ন্স স্কুল সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় লায়ন্স স্কুল এন্ড কলেজ এর পেছনের রাস্তার পাশে একটি ঝোপের আড়ালে কাগজের বাক্সে রাখা ১টি রিভলবার উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রিভলবারটি সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।