স্থানীয় সংবাদ
নড়াইলে জুলাই-আগস্ট অভ্যূত্থানে শহিদ ও আহতদেরকে আর্থিক সহায়তার চেক প্রদান

নড়াইল প্রতিনিধি ঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ, আহত ও অসমর্থ পরিবার/ ব্যক্তির অনুকূলে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে জেলা পরিষদ, নড়াইল এর সহযোগীতায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ , নড়াইলের উপ- পরিচালক ও নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, , রাজনীতিবিদ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগনসহ আর্থিক সহায়তা প্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।