শেখ বেলালউদ্দিন স্মরণে শনিবার স্মরণসভা

# এমইউজে খুলনার সাবেক সভাপতি #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎ বার্ষিকী আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। এ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা প্রেসক্লাব চত্ত্বরে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, কুরআন খানি, স্মরণসভা ও দোয়া মাহফিল।
এ উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব চত্ত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। সভায় সভাপতিত্ব করবেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান। সভায় ইউনিয়নের সকল সদস্য, কর্মরত সকল সাংবাদিক ও পেশাজীবীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে নগরীর রায়ের মহলস্থ শহীদ সাংবাদিক শেখ বেলালউদ্দিনের কবর জিয়ারত করা হবে।
অপরদিকে খুলনা প্রেসক্লাবও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টা ৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলালউদ্দিন ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শক্তিশালী বোমা হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন। সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় খুলনা সদর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দুইটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৯ নভেম্বর খুলনার দ্রুত বিচারট্রাইব্যুনালের ঘোষিত রায়ে আদালত চরমপন্থি নেতা হাসান, ইকবাল হোসেন স্বাধীন ও মেরাজকে যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদ-াদেশ দেন। অন্যদিকে বিস্ফোরকঅংশেরমামলায় ওই আসামিদের একই সাজা দেওয়াহয়।