স্থানীয় সংবাদ

দৌলতপুরে ‘মাদক’ নিয়ন্ত্রনে যুবকরা কঠোর অবস্থানে

# সামাজিক সংগঠন আল ইত্তেহাদ সমাজ কল্যান সংস্থার পথসভা ও গণস্বাক্ষর কর্মসূচি #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর দৌলতপুর থানাধীন পাবলা তিন দোকান মোড় এলাকায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে সামাজিক সংগঠন আল ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাদকের আগ্রসন হতে যুব সমাজকে বাঁচাতে, মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকা হতে মাদককারবারীদের চিরতরে উচ্ছেদের লক্ষ্য কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসাবে এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের চিরতরে উচ্ছেদ, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর কঠোর অবস্থান, সম্ভবনাময় যুব সমাজকে মাদক আগ্রাসন হতে মুক্তি এবং সচেতনতা সৃষ্টির জন্য এলাকায় মাইকিং, পোষ্টারিং ও গণস্বাক্ষর গ্রহন করা হয়। একই সাথে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের চিরতরে উচ্ছেদের লক্ষ্য শীঘ্রই মানবন্ধন কর্মসূচি পালন করবে সামাজিক এই সংগঠনটি। এ ব্যাপারে পাবলা তিন দোকানের মোড় এলাকার বাসিন্দা জাহিদ জানান, এ কেমন সমাজে আমরা বসবাস করছি, যেখানে পিতা জানে তার সন্তান মাদক ব্যবসায়ী তবুও তাকে মাদক থেকে তাকে বিরত রাখার চেষ্টা করে না, তার পক্ষে থাকে। অতি সহজলভ্য এখন মাদককারবারী হচ্ছে। প্রশাসন দেখছে তবু কঠোর অবস্থানে যাচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
এ ব্যাপারে আল ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সাঃ সম্পাদক মো. রাহাদুজ্জামান জানান, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে। আমরা নতুন প্রজন্মকে প্রতিবন্ধী রুপে দেখতে চাই না, তাই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। যারা মাদকের সাথে যুক্ত ও মাদক কারবারী করে তাদের সাথেই আমাদের এই লড়াই। একটি শিক্ষিত জাতি গঠনে, সমাজ গঠনে আমাদের এই লড়াই অব্যহত থাকবে।

এ ব্যাপারে আল ইত্তেহাদ সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. গোলাম মোর্ত্তজা জানান, ভাবতে কষ্ট হয় আমাদের কত অধপতন হয়েছে, আমরা তরুনদের হাতে মাদক তুলে দিচ্ছি। ধিক্কার জানাই সেই সব ঘৃনিত ব্যক্তিদের প্রতি যারা সমাজে মাদকের সয়লাব করে ফেলছে। মাদক আমাদের একটি সম্ভবনাময় যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের এলাকা আমরা মাদকমুক্ত চাই। মাদকের সাথে যারাই যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে আমারা কঠোর অবস্থান গড়ে তুলবো। মাদকের বিরুদ্ধে আমাদের গণ সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, মাদক ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান গ্রহন করুন, নতুবা এলাকাবাসী আপনাদের নিয়ে প্রশ্ন তুলবে।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, মাদক বিরোধী অবস্থানে আমরা অত্যন্ত কঠোর। মাদক বিরোধী কার্যক্রমে যদি কোনো ব্যক্তি বা সংগঠন কাজ করে তাদের সাধুবাদ জানানোর পাশাপাশি পুর্নঃ সহযোগীতা করবো। তাদের ওই কর্মকা- পরিচালনার জন্য দৌলতপুর থানার পক্ষ থেকে সর্ব্বোচ সহযোগীতা করা হবে। মাদককারবারী বন্ধে সাধারন মানুষ বা সামাজিক সংগঠন গুলো এগিয়ে এলে পুলিশের জন্য কাজ করা আরো সহজ হয়ে যাবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে সংগঠনের সভাপতি মো. গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মো. রাহাদুজ্জামানের পরিচালনায় পথসভা ও গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, মো. জাহিদ হাসান, সিয়াম আহম্মেদ, নাজিম উদ্দিন, নোমান, নাদিম , ওমর ফারুক, মো. আব্দুর রাজ্জাক হাদী, ফারুক হোসেন, সাজিম, বায়োজিদ, তাজ, নাজমুল, সোহান, রাহুল, সোয়েব আহম্মেদ, শাকিল, রিমন, আরাফাতসহ এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button