স্থানীয় সংবাদ

বাগেরহাটে গ্রামীন রাস্তার কাজে নি¤œমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগে দুদকের অভিযান

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলাধীন বেমরতা ইউনিয়নে বেমরতা টু কলাবাড়িয়া আদর্শগ্রাম সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অনিয়মের অভিযোগ পেয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকারীরা বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে উক্ত সড়ক নির্মাণকাজের রেকর্ডপত্র সংগ্রহ করে। পরে বাগেরহাট সড়ক বিভাগের নিরপেক্ষ একজন প্রকৌশলীসহ নির্মানাধিন উক্ত সড়ক পরিদর্শন পূর্বক সড়কের বিভিন্ন অংশে ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করেন। দুদক বাগেরহাট জেলা কার্য্যলয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান বলেন, সুনিদ্দিষ্ট অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে ওই রাস্তার নির্মান কাজে নিম্নমানের ইট ব্যবহার করা দৃশ্যমান হয়। বালি-ইট-খোয়ার মিশ্রণে খোয়া অনুপাতে কম ব্যবহার করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এছাড়াও প্যালাসাইডিং -এর পাইল ও প্লেট সড়কের পাশে উপড়ে গিয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিম প্রত্যক্ষ করে। এলজিইডি কর্তৃপক্ষ প্যালাসাইডিং সঠিকভাবে না করা এবং ডইগ লেয়ারের উপরে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ করেছে বলে জানা যায়। সর্বশেষ রাস্তা তৈরীতে ব্যবহৃত মালামালের গুণগত মান পরীক্ষার জন্য কিছু নমুনা সওজ ল্যাবে প্রেরণ করা হয়েছে। ল্যাব টেস্টের রিপোর্ট প্রাপ্তি এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম দুদক কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবেন। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদকের ওই কর্মকর্তা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button