খুলনায় বিএসটিআই’র পণ্যের মান নিয়ন্ত্রণে অভিযান

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় বিএসটিআই অফিসের উদ্যোগে খুলনা মহানগরীতে পবিত্র রমজান উপলক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন খাদ্য সামগ্রী ব্যবসা প্রতিষ্ঠানসহ দিকনির্দেশনা সতর্ক করা হয়। তারা যেন ভোক্তাদের সঠিক দামে সঠিক পণ্য ও ভেজালমুক্ত পণ্য বিক্রি করে। উক্ত অভিযানে নি¤েœ বর্ণিত কার্য সম্পাদন করা হয়। খুলনার বয়রা বাজার ইট এন্ড ট্রেটস প্রতিষ্ঠানের উৎপাদিত ও বাজারজাতকৃত ডেকোরেটেড কেক পন্যের সিএম লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন), বয়রা বাজার, খুলনা প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতিত আমদানিকৃত পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করা হয়।লোকাল পণ্যের সিএম লাইসেন্স এবং মোড়কজাত সনদ যাচাই করা হয়। এছাড়াও কিছু ব্যবসা প্রতিষ্ঠানসমূহের ওজন যন্ত্রের ভেরিফিকেশন করা হয়। এরা হলেন বয়রা বাজার এলাকার আল মদিনা হোটেল, হারুনুর রশিদ ফল ভান্ডার, ইয়াসিন ফল ভান্ডার, জিয়াউর রহমান ফলের দোকান।এ সময় অভিযানন নেতৃত্ব প্রদান ও অংশগ্রহণ করেন উপ-পরিচালক (সিএম) ইঞ্জিনিয়ার খালিদ রেজা চৌধুরী নেতৃত্বে সহকারি পরিচালক (সিএম) মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) মো: আব্দুল মান্নান ,পরীক্ষক মেট রহিজ আহমেদ । অভিযান সম্পর্কে উপ-পরিচালক (সিএম) বলেন,এদেশের সাধারণ ভোক্তাদের ভেজালমুক্ত পণ্য, দাম ও মান বজায় রেখে যাতে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে সে জন্য জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।