বাগেরহাটের ফকিরহাটে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা গোডাউন মোড়ের একটি বস্তিতে ৩ বছরের একটি শিশু মেয়ে ধর্ষনের শিকার হয়েছে। আহত অবস্থায় শিশুটিকে শুক্রবার বিকেলে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্ত্তি করা হলে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যার দিকে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়। এ দিকে এ ঘটনায় শিশুটির পরিবার থেকে থানায় অভিযোগ করলে ফকিরহাট মডেল থানা পুলিশ শুক্রবারই কাঠালতলা এলাকার ওই বস্তি থেকে জড়িত সন্দেহে আলকাছ তালুকদার (৬৪) নামের একজন কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতার আলকাছ তালুকদার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়ীখালী এলাকার আদিল তালুকদারের ছেলে। সে ফকিরহাট কাঠালতলা এলাকার গোডাউন পাশের একটি ঘর নামমাত্র ভাড়া নিয়ে ভিক্ষাবৃত্তি করে চলে। শিশুটিও তার পিতা-মাতার সাথে একই স্থানে বসবাস করে। শিশুটি আলকাছ তালুকদারকে নানা বলে ডাকে এবং প্রায়ই তার সাথে থাকে। আর সুযোগ পেয়ে শিশুটিকে ধর্ষন করে। শিশুটির পরিবার জানায়, মেয়েটি প্রসাব করতে গিয়ে চিৎকার চেচামেচি করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনা জানাজানি হয়। ফলে, আলকাছ তালুকদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি। এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ফকিরহাটে শিশু ধর্ষনের ঘটনায় শুক্রবার রাতেই মামলা হয়েছে এবং মামলার একমাত্র আসামী আলকাছ তালুকদারকে গ্রেফতার কর হয়েছে।