খুলনায় দুর্বত্তের গুলিতে হুজি শহিদ হত্যা মামলার আসামি চরমপন্থি নেতা নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় দুর্বৃত্তের গুলিতে হুজি শহিদ হত্যা মামলার আসামি খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহিনুল হক শাহিন (৫০) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। আত্মগোপনে থাকা খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহিনুল হক শাহিন এলাকায় বড় শাহিন নামে পরিচিত।
খুলনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হওলাদার সানোয়ার হোসেন বলেন, নিহত শাহিন চরমপন্থি নেতা ছিলেন। শাহীন নগরীর নিরালা প্রান্তিক ২৫নং সড়কের মাথায় ৫ম তলা ভবনের ৩য় তলা ভবনে রুম ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। শাহিন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে। রাতে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্বৃত্তরা শাহিনুলের মাথায় গুলি করে পালিয়ে যায়। শাহীন ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য তাদের অভিযান অব্যাহত আছে। জাতীয় পরিচয় পত্রে তার নাম শেখ শাহিনুল হক শাহিন। ঠিকানা মীর বাড়ি, কাশিপুর গ্রাম, ডাকঘর বাইনতলা, রামপাল, বাগেরহাট উল্লেখ করা।
কেএমপির এডিসি ( মিডিয়া) মোহাঃ আহসান হাবীব জানান, শনিবার রাতে এক ব্যক্তি নিহত ও এক ব্যবসায়ীকে হামলার ঘটনায় সাথে জড়িত আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।