খুলনা বিএসটিআই’র স্কোয়াড অভিযান

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তাদের মানসম্পন্ন পণ্য ও সঠিক ওজন নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী খুলনা জেলার বিভিন্ন এলাকায় একটি স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালিশপুর বিআইডিসি রোড এলাকার – মুসলিম সুইটস, দৌলতপুর পাবনা মিষ্টি ঘর ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এর দই এবং ঘি পণ্যের অনুকূলে সিএম সনদ এবং পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ও তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেলসমূহ ভেরিফিকেশনের পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও খালিশপুর এলাকার করিম স্টোর, রিজভী ট্রেডার্স, দৌলতপুর আলম স্টোর এর ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ ভেরিফিকেশন এর পরামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযান সহকারি পরিচালক (মেট) মোঃ কাউসার আলী, পরিদর্শক (মেট) আলী হাসান, এবং পরিদর্শক (মেট) হাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই এর এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।