যশোরে বাবা ও মেয়ে নিহতের ঘটনায় অজ্ঞাত বাস চালকের বিরুদ্ধে মামলা

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত বাসচালকের বিরুদ্ধে মামলা করেছেন নিহত রুবেলের পিতা মিল্লাত আলী। শুক্রবার (৪ এপ্রিল) তিনি থানায় মামলা করেন।
মামলায় তিনি বলেছেন, খুলনার মুজগুন্নী এলাকার বাসিন্দা তার ছেলে রুবেল হোসেন (৩৫), পুতনি ঐশি (১০) ,আরেক পুতনি তায়েবা ও পুত্রবধু জেসমিন (২৮) মোটরসাইকেলযোগে যশোর থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১৪-০২৫২) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐশির মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রুবেল মারা যান। এছাড়া তায়েবার ডান পা ভেঙে যায় ও জেসমিনের মাথা ফেটে গুরুতর আহত হন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
মিল্লাত আলী দাবি করেন, বাসচালকের বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণই এ দুর্ঘটনার মূল কারণ। তিনি আরও জানান, দুর্ঘটনায় তাদের মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। উল্লেখ্য, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।