স্থানীয় সংবাদ

তালেররস খেয়ে একই পরিবারের ছয় জন হাসপাতালে

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের অভয়নগওে তীব্র গরমে তালের রস খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের ছয়জন সদস ্যহাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাতে পেটেব্যাথা, জ¦র ও ডায়েরিয়া উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা। রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব এ তথ্য জানিয়েছেন। অসুস্থ ব্যক্তিরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাচারী বাড়ি এলাকার সুভাষ দাসের বড় ছেলে আকাশ দাস (১৪), মেঝো ছেলে পরশ দাস (১২) ও ছোট ছেলে পরম দাস (৭)। সুভাষ দাসের ভাই লক্ষণ দাসের স্ত্রী জয়ান্তি দাসী (৩৫),তার ছেলে স্বপ্ন দাস (২০) ও মেয়ে বর্ষা দাস (১১)। জানা যায়, বৃহস্পতিবার রাতে তালের রস খান একই পরিবারের ৬ জন সদস্য। শুক্রবার সকালে পেটে ব্যাথা, পাতলা পায়খানা, বমি, জ্বরসহ নানা উপস্বর্গ দেখা দেয়। এসময় স্থানীয় এলাকার গ্রাম্য ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেন তারা। তবে তাতে কোন উন্নতিনা দেখে শনিবার সকালে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে ভুক্তভোগী জয়ান্তি দাসী জানান, রস খাওয়ার পর থেকে আমরা এক পরিবারের ৬ জন চরম অসুস্থ হয়ে পড়েছি। পাতলা পায়খানা, বমি ও জ্বর কিছুতেই কমছে না। এখন আমরা অভয়নগর উপজেলা হাসপাতালে রয়েছি। এব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, তীব্র গরমের কারণে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যাবৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তালের রস খেয়েভর্তি হওয়াছয়জনেরমধ্যে তিনজন সুস্থ হয়েবাড়িফিরে গেছেন। অপরতিন জন হাসপাতালে ভর্তি আছেন। আশাকরি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তারাও।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button